নতুন মোটরসাইকেল না পেয়ে আত্মহত্যা

প্রকাশ | ০২ নভেম্বর ২০২০, ১৬:২৭ | আপডেট: ০২ নভেম্বর ২০২০, ১৬:৫২

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস

পরিবারের কাছে নতুন মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরেছিল মাদ্রাসাছাত্র মো. তাইমুর হোসেন খান (১৮)। সেই আবদার না মেটায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। রবিবার রাত ৮টার দিকে রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মিলবাড়ি এলাকার খানবাড়িতে এ ঘটনা ঘটে।

তাইমুর ওই এলাকার মো. আমির হোসেন খানের ছেলে ও মঠবাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানান, তাইমুর নতুন মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু তার পরিবার করোনার এই সময়ে অপারগতা প্রকাশ করলে অভিমান করে তাইমুর। এক পর্যায়ে দরজা বন্ধ করে নিজ ঘরে সিলিংফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস দেয়।

পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাতেই মেডিকেল থেকে মরদেহ উদ্ধার করে অপমৃত্যুর মামলা করা হয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/কেআর)