নেত্রকোনা সীমান্তে ভারতীয় ৩৯ গরু আটক

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২০, ১৪:৩৫ | আপডেট: ০৩ নভেম্বর ২০২০, ১৫:০৫

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে বিজিবি ও পুলিশের যৌথ টহল দল ভারতীয় ৩৯টি গরু আটক করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গরুগুলো আটক করা হয়। নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, উপজেলার রংছাতি হাজংপাড়া এলাকায় পাঁচগাও বর্ডার অবজারবেশন পোস্টের (বিওপি) বিজিবির আট সদদ্যের একটি দল ও কলমাকান্দা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় সীমান্তের ১১৮৫/৪-এস নং পিলারের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৩৯টি ভারতীয় গরু আটক করা হয়। যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু চোরকারবারীরা পালিয়ে যান।

নেত্রকোনা-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ জানিয়েছেন, আটক গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে বুঝিয়ে দেয়া হবে।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/কেআর)