করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুত ফরিদপুর মেডিকেল

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২০, ১৪:৫৯ | আপডেট: ০৩ নভেম্বর ২০২০, ১৬:০৬

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে হাসপাতালটি।

করোনার শুরুর দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পুরাতন ভবনটিকে করোনা ডেডিকেটেড হিসাবে ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ। সেখানে আইসোলেশন ওয়ার্ডে ১০০টি বেডে চিকিৎসা দেওয়া হয় কোভিড-১৯ রোগীদের।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, প্রথম ধাপে ফরিদপুর জেলায় ৯৪ জন করোনা রোগীর মৃত্যু হয়। এছাড়াও আক্রান্ত হয় সাড়ে সাত হাজার মানুষ। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন দুই হাজার ৭০০ জনেরও বেশি।

ফমেক হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘অবস্থা বিবেচনায় সম্ভাব্য করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি আমরা। ১৬ শয্যার আইসিইউ বেড, ১০০ শয্যার আইসোলেশন ওয়ার্ড, চার শতাধিক অক্সিজেন সিলিন্ডার ও ফ্লোমিটার, মাস্ক-পিপিইসহ পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী মজুত রয়েছে আমাদের।’

এছাড়াও জরুরি অবস্থা মোকাবিলায় ১৫টি হাইফ্লো নোজাল ক্যানেলা ও প্রয়োজনীয় পর্যাপ্ত ওষুধ মজুত আছে বলে জানান হাসপাতালের কর্মকর্তারা।

তবে চিকিৎসকের সংকটের কথা স্বীকার করে এই কর্মকর্তা আরো জানান, করোনার প্রাদুর্ভাব বাড়লে সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে সংকট মোকাবিলা করা যাবে বলে আশাবাদী তিনি।

তিনি জানান, করোনার শুরু থেকে এই পর্যন্ত ফমেকের করোনা শনাক্তকরণ ল্যাবে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলাসহ আশপাশের জেলার প্রায় ৩০ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে করোনা শনাক্ত রয়েছে ২২ হাজার ৩০০ জন।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আমরা দ্বিতীয় দফা করোনা মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। তবে শুধু জেলা নয় উপজেলা হাসপাতালগুলোকে সক্রিয় করার জন্য বলা হয়েছে।’

(ঢাকাটাইমস/৩নভেম্বর/পিএল)