‘মানুষ কাজের মাধ্যমেই সকলের হৃদয়ে বেঁচে থাকেন’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৮:৫৩ | প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২০, ১৮:৪০

‘মানুষ তার কাজের মাধ্যমেই সকলের হৃদয়ে বেঁচে থাকেন। যে ব্যক্তি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন, সে মৃত্যুর পরও তার সেই কাজের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকেন।’

২ নভেম্বর রাতে আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মরহুম ফরিদ আহমেদের (সাহেব মিয়া) স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী।

এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা সবাই মানুষ, কিন্তু দায়িত্বশীল মানুষ কয়জন এটা ভাবা দরকার। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন, সংগঠন, সমাজ ও দেশের কল্যাণে কাজ করে গেছেন, তাদের এই দুনিয়া সবসময় তাদের কর্মের কারণে স্মরণ করবে। আর যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন নি, তাদের এই দুনিয়া ভুলে যাবে। তাছাড়া ওই ব্যক্তিকে আল্লাহর কাছেও দায়িত্বহীনতার জন্য জবাব দিতে হবে। তাই, মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিৎ যার যার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহম্মদ ছায়েদ।

আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী সমিতির তথ্য ও প্রচার সম্পাদক সত্যপ্রিয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, ৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী নুরুল হক, খাতুনগঞ্জ আড়তদার সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী আড়তদার সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম, ৩৪ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আসফাক আহমদ, ফজলে আজিজ বাবুল, আনিসুল ইসলাম ইমন, বোয়ালখালী আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলম, আছাদগঞ্জ শুটকি ব্যবসায়ী আড়তদার সমিতির সহসাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

(ঢাকাটাইমস/৩নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :