সাঁকো নির্মাণের উদ্বোধন করলেন সিংড়ার মেয়র

প্রকাশ | ০৩ নভেম্বর ২০২০, ১৮:৪৮

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

আত্রাই নদীর পানির তোড়ে নাটোরের সিংড়ার শোলাকুড়া ভাঙা রাস্তায় বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু, গোল-ই-আফরোজ, সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, গত ১ অক্টোবর স্মরণকালের ভয়াবহ বন্যায় এই পাকা সড়কের ১২০ মিটার ভেঙে পৌর শহরের সাথে প্রায় লক্ষাধিক লোকের যোগাযোগ বিছিন্ন হয়। রশি টেনে নৌকায় ভাঙন পারাপারে মানুষের জীবনের ঝুঁকি ও দুর্ভোগ লাঘবে এই সাঁকো নির্মাণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রচেষ্টায় এই ভাঙা সড়কটি দ্রুত মেরামত করা হবে।

(ঢাকাটাইমস/৩অক্টোবর/এলএ)