অভিযান টিমের ওপর হামলা, নির্বাহী হাকিমসহ আহত ৫

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:৩৭ | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২০, ১৬:০৭

ভোলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান টিমের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে নির্বাহী হাকিম ও মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মেঘনা নদীর বঙ্গের চর নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা ভোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মৎস্য কর্মকর্তার অবস্থা কিছুটা গুরুতর। তিনি মাথায় ও হাতে আঘাত পেয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, রাতে নির্বাহী হাকিম আবু আব্দুল্লাহ খানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি টিম নদীতে অভিযানে যায়। এ সময় একটি মাছ ধরার ট্রলার দেখে অভিযান টিম তাদের ধাওয়া করে। এক পর্যায়ে অভিযান টিমকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জেলেরা। এতে নির্বাহী হাকিম ও মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নির্বাহী হাকিম আবু আব্দুল্লাহ জানান, এ ঘটনার পর হামলাকারীদের ধাওয়া করলে তারা মেহেন্দিগঞ্জের দিকে পালিয়ে যায়। হামলাকারীরা বরিশাল অঞ্চলের জেলে হতে পারে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :