ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২০, ১৬:১৮

ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবিতে স্মারকলিপি দিয়েছেন জামালপুরের মুক্তিযোদ্ধারা। বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এই স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ নেন মুক্তিযোদ্ধারা। তাদের একটি তালিকা প্রস্তুত করে ভারতীয় সরকার। সেই তালিকায় সর্বমোট ৬৯ হাজার ৮৩৩ জন মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়।

সেই তালিকার বাইরে কয়েকজনের নাম মুক্তিযোদ্ধাদের নাম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং টপ সিক্রেট ফরমে তাদের নাম নেই। তাই সেই সব মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল তালিকা প্রকাশের দাবি জানান মুক্তিযোদ্ধারা।

স্মারকলিপি দেয়ার সময় ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা রেহান আলী, মুক্তিযোদ্ধা আলাল উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :