চলনবিলে জীববৈচিত্র্য রক্ষা কমিটির অভিযান

প্রকাশ | ০৪ নভেম্বর ২০২০, ১৬:৫৮

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

সিংড়ার চলনবিলে অভিযান পরিচালনা করে ফাঁদ পেতে পাখি শিকারের অপরাধে দুই পাখি শিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয়েছে দুটি শিকারি বকপাখিসহ জবাইকৃত ২৩টি বক। ধ্বংস করা হয়েছে পাখি শিকারের ফাঁদ।

বুধবার সকালে সিংড়ার কলম লক্ষীপুর মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় স্থানীয় সাংবাদিক ও পরিবেশ কর্মীরা। অভিযানে গুরুদাসপুরের নাজিরপুর গ্রামের আসাদুল ওরফে শাওন ও সোহরাব হোসেন নামে দুই পাখি শিকারীকে আটক করা হয়।

পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিকার করা পাখি দুটি প্রকাশ্যে জনসম্মুখে অবমুক্ত ও জবাইকৃত ২৩টি বক মাটি চাপা দেয়া হয়। পুড়িয়ে দেয়া হয় শিকারির তৈরি করা দুটি ঘরের ফাঁদ।

আর কোনো দিন পাখি শিকার করবেন না মর্মে অঙ্গীকার করিয়ে আটক পাখি শিকারিদের ২০ হাজার টাকা জরিমানা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।

অভিযানে উপস্থিত ছিলেন কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ও পরিবেশ কর্মী শারফুল ইসলাম খোকন, আব্দুর রশিদ, কুরবান আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/কেএম)