ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে সহযোগী টেলিকম সেক্টর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২০, ২০:৫৬

সরকারের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে অন্যতম প্রধান সহযোগী হিসেবে টেলিকম সেক্টর কাজ করছে বলে মন্তব্য করেছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক ও নবনির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাহাব উদ্দিন।

বুধবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) টেলিটক বাংলাদেশ লিমিটেড শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত কমিটির প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

সাহাব উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে প্রকৌশলীরা তাদের মেধা, শ্রম ও দক্ষতা দিয়ে কাজ করে যাচ্ছেন। সরকারের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়নে অন্যতম প্রধান সহযোগী হিসেবে কাজ করছে টেলিকম সেক্টর।‘

মহামারির মধ্যেও প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই মহামারি করোনা ভাইসারের মধ্যেও আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছি। এসবই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য আইসিটি উপদষ্টা প্রকৌশলী সজিব ওয়াজেদ জয় এর দূরদর্শী নেতৃত্বে।‘

সভাপতি'র বক্তব্যে প্রকৌশলী মো. রনক আহসান বলেন, ‘আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবে যেন বাংলাদেশ নেতৃত্ব দিতে পারে সেই জন্য আমাদের আইসিটি ও টেলিকম প্রকৌশলীদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে। বিপিপি টেলিটক শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ টেলিযোগাযোগ খাতে মাননীয় প্রধানমন্ত্রী'র প্রত্যাশা পূরণ করতে এবং দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটকের নিরবিচ্ছিন্ন সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোড়গোড়ায় পৌছে দিতে নিরলসভাবে ভাবে কাজ করে যাবে।‘

এসময় অন্যদের মধ্যে বিপিপি টেলিটক শাখার নবনির্বাচিত সভাপতি ও আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী আতিকুল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৪নভেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা