তুর্কি গোষ্ঠীকে নিষিদ্ধ করল ফ্রান্স

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২০, ১২:৩৮ | আপডেট: ০৫ নভেম্বর ২০২০, ১২:৪২

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের 'গ্রে উলভস' গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফরাসি সরকার। তুর্কি জাতীয়তাবাদী এই গোষ্ঠী ঘৃণা ছড়াচ্ছে এবং সহিংসতায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ ফ্রান্সের। সরকারি মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভা সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রান্সের অভিযোগ, এই গোষ্ঠী চরম সহিংস কাজে লিপ্ত, তারা সহিংস হুমকি দিচ্ছে এবং আর্মেনিয়দের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। গত সপ্তাহে লিয়ঁ শহরে আর্মেনিয়দের একটি স্মারকের মর্যাদাহানি করা হয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন। খবর ডয়চে ভেলের।

এই স্মারকটি ১৯১৫ সালে গণহত্যায় নিহত আর্মেনিয় মানুষদের স্মরণে তৈরি করা হয়েছিল। সেখানে 'গ্রে উলফ', 'আরটিই' ও তুরস্কপন্থী স্লোগান লেখা হয়েছে। আরটিই হলো রিসেপ তাইয়েপ এরদোয়ান নামের আদ্যাক্ষর।

ফ্রান্সের এই সিদ্ধান্তের উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'গ্রে উলভস বলে কোনো গোষ্ঠী নেই। ফ্রান্স মনগড়া একটি গোষ্ঠী তৈরি করেছে।'

বিবৃতিতে বলা হয়েছে, 'ফ্রান্সে তুরস্কের যে মানুষ আছেন, তাদের স্বাধীনতা, জমায়েতের অধিকার এবং মত প্রকাশের অধিকারকে রক্ষা করতে হবে। কিন্তু সরকার ফ্রান্সে তুরস্কের লোকদের আক্রমণ, উস্কানি ও হুমকি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।'

তুর্কি বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ফরাসি সরকার এখন পুরোপুরি মার্কিন প্রভাবে কাজ করছে। তারা দুমুখো নীতি নিয়ে চলছে। কুর্দিস্তান ওয়ার্কার্স ফোর্সসহ অন্য গোষ্ঠীগুলোকে তারা সমর্থন করছে।'

ইতিমধ্যেই সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্স ও তুরস্কের মধ্যে লড়াই তীব্র হয়েছে। বুধবারের এই সিদ্ধান্ত তাকে আরও বাড়াতে পারে।

ঢাকা টাইমস/০৫নভেম্বর/একে