নেয়ামত ভূঁইয়া’র কবিতা: সমাপনী সংলাপ

ড.নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২০, ১৫:১১

ইঁদুর বলে,‘বিড়াল ভা’য়া আমরা দু'জন দোস্ত,

আমরা চলো ভাগ করে খাই মিলছে যেটুক গোস্ত"।

বিড়াল বলে, “তোমার কথায় মন হলো না তুষ্ট,

একটু বেশি ভাগ না পেলে ক্যামনে রবো পুষ্ট?”

ইঁদুর বলে,“তা না হলে কী আর হলো ভাবটা!

দোস্তি করে স্বস্তি পেলাম; এটুক বুঝি লাভটা?”

বিড়াল বলে,“এতোই যদি বুদ্ধি ঘটে রাখতে?

আলো বাতাস ছেড়ে কি আর গর্তে ঢুকে থাকতে?”

ইঁদুর বলে,“তোমার সঙ্গে এটাই হল মুশকিল,

তোষামোদের তেল মেখেও পাইনা তোমার খোশদিল।”

“আমরা হলাম বাঘের মাসী তোরা ছুঁচোর জাত,

তোদের গলায় পড়ছে ফাঁসি কলের বজ্রাঘাত।”

“এক ঘা খেয়ে কোন ব্যাটারা খাটের নিচে ধায়?

কোন বেহায়া আবার ফিরে কাঁটার দিকে চায়?”

বিড়াল ভাবে,“মুষিক ব্যাটায় বলছে দেখি যা-তা,

এক্ষুণি কী চিবিয়ে খাবো উদ্ধত তার মাথা!”

ইঁদুর ভাবে,“বিবাদ জুড়ে কী ফল পাবো পাছে!

আমার জীবন তার থাবাতেই জিম্মি হয়ে আছে।”

আপোষ ছাড়া দুর্বলের আর পথ কী আছে বলো!

ভীরুর মত আপোষ করেই বীরের মত চলো।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :