হত্যার পর লাশে আগুন: রিমান্ডে চার আসামি

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:০৪ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২০, ১৫:৪৬

লালমনিরহাটের বুড়িমারীতে মসজিদে তর্কাতর্কির জেরে শহীদুন্নবী নামে একজনকে পেটানোর পর পুড়িয়ে হত্যার দায়ে করা মামলায় চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় নয়জনকে রিমান্ডে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমলি আদালত-৩-এর বিচারক বেগম ফেরদৌসী বেগম এই আদেশ দেন।

রিমান্ডে নেয়া চারজন হলেন মসজিদের খাদেম জোবেদ আলী, আনোয়ার হোসেন, মেহেদী হাসান রাজু ও রবিউল ইসলাম।

গত মঙ্গলবার পাঁচ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।

বুড়িমারীর ওই হত্যাকাণ্ডের ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন আবু নাঈম ও আব্দুল গণি। তাদের নিয়ে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হলো।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আজই আদালতে হাজির করা হবে।

গত ২৯ অক্টোবর বিকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে তর্কাতর্কির পর ধর্ম অবমাননার অভিযোগ এনে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার শরীরে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়া হয়। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক লাইব্রেরিয়ান ছিলেন শহীদুন্নবী জুয়েল।

ঢাকাটাইমস/৫নভেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :