ভারতে পেমেন্ট সার্ভিস চালু করল হোয়াটসঅ্যাপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১০:৫৯

অবশেষে ভারতে পেমেন্ট সার্ভিস চালু করলে জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ পের মাধ্যমে সহজেই টাকার লেনদেন করা সম্ভব হবে ৷ অ্যান্ড্রয়েড এবং আইওএস সব প্ল্যাটফর্মেই থাকছে এই অ্যাপ ৷

ইউপিআই-এর মাধ্যমে টাকার লেনদেনের এখন চাহিদা অনেক বেশি ৷ গুগল পে, ফোন পে, মোবিকুইক, অ্যামাজন পে-র মতো আরও একাধিক এই ধরণের টাকা লেনদেনের অ্যাপ রয়েছে ভারতে ৷ এর আগে বিটা ভার্সন হিসেবে হোয়াটসঅ্যাপ পে পরীক্ষামূলকভাবে চালানো হলেও এবার এই অ্যাপকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল ভারত সরকার। তবে এখনই প্রত্যেকের পক্ষে হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করা সম্ভব হবে না ৷ প্রাথমিক ভাবে ভারতের দুইকোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাই হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে পারবেন ৷

হোয়াটসঅ্যাপের প্রধান মার্ক জুকারবার্গ বলেন, ‘এখন থেকে বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজনের সঙ্গে টাকার লেনদেন সহজেই করতে পারবেন ৷ টাকার লেনদেন এখন মেসেজ করার মতোই সহজ ৷ এর জন্য ফি বাবদ কোনও টাকা দিতে হবে না ৷ ১৪০-এরও বেশি ব্যাংকের সঙ্গে হোয়াটসঅ্যাপ পে-র সঙ্গে যুক্ত ৷ আর যেহেতু এটি হোয়াটসঅ্যাপ ৷ তাই পেমেন্টের মাধ্যম সুরক্ষিত এবং এটি গোপনীয়তাও বজায় রাখবে ৷’

ইউপিআইয়ের প্রশংসা করে জুকারবার্গ বলেন যে এটা সত্যিই খুব ভাল এবং এতে ছোটো ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক সুযোগ বৃদ্ধি পাবে। ভারত প্রথম দেশ যারা এরকম একটা ব্যবস্থা করেছে বলে তিনি জানান ও সবার সঙ্গে একযোগে কাজ করে ডিজিটাল ইন্ডিয়া তৈরির কাজে তারা যুক্ত থাকতে চান বলে জানান হোয়াটসঅ্যাপের কর্ণধার।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা