বোয়ালমারীতে ভাঙচুর-লুটপাট মামলায় ইউপি চেয়ারম্যানসহ কারাগারে ১২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১৫:২৬

ফরিদপুরের বোয়ালমারীতে হত্যা চেষ্টা, বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত ৫ নভেম্বর বিকালে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এসময় অভিযুক্ত উপজেলার ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসেনসহ অন্য আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করা হয়।

জানা গেছে, উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২০১৯ সালের ১৫ জুন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ জুন চন্ডিবিলা গ্রামের আসাদ মোল্যা চেয়ারম্যান ফারুক হোসেনকে প্রধান আসামি করে ১৭০ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় একটি মামলা করেন। পরে ফারুক হোসেনসহ ১২ আসামি বৃহস্পতিবার বিকালে ফরিদপুর নিয়মিত বিচারিক আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :