বোয়ালমারীতে বাল্যবিয়ে বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১৭:০২

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী হাকিম ঝোটন চন্দ।

শুক্রবার দুপুর ২টায় পৌরসভার পূর্ব কামারগ্রামের সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ে হতে যা্ওয়া ওই স্কুলছাত্রীর বাড়ি পৌরসভার পূর্ব কামারগ্রামের সরকারি কলেজ রোডে। সে স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমির দশম শ্রেণির ছাত্রী। শুক্রবার উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের এক পাত্রের সঙ্গে তার বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ওই বাড়িতে গিয়ে এ বিয়ে বন্ধ করেন। এ সময় কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা ও মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেন আদালত।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :