মহানবীর অবমাননার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৮:৪৪ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১৮:১৯

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মদ (স.)-এর অবমাননা ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্স সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, সকল পণ্য বর্জন, কূটনীতিক সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে রুদ্রকর ইউনিয়নের তৌহিদী জনতা ।

তৌহিদী জনতা বলছেন, এই ঘটনা মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না।

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শুক্রবার দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সদরের রুদ্রকর ইউনিয়নের শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বালার বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- মোজাম্মেল হক শরীয়তপুরী, আব্দুর রব আশ্রাফী, মাসুদুর রহমান, মজিবুর রহমান, মোহাম্মাদ আব্দুল আলীম, আশরাফুল ইসলাম সাদী, মোহাম্মাদ মোতালেব, হোসেন খান, ইয়াসিন শেখ, সাংবাদিক শেখ খলিলুর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :