ফ্রান্স প্রেসিডেন্টের কুশপুতুলে আগুন, চুয়াডাঙ্গায় তিনজন দগ্ধ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২০, ০১:১৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

মহানবী (সা.)-কে অবমাননার দায়ে ফ্রান্স প্রেসিডেন্টের ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুলে আগুন দিয়েছেন মুসল্লিরা। এসময় তিনজন দগ্ধ হন। এদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গার সদর উপজেলার নেহালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহ্র ছেলে রহমতুল্লাহ (১১)।

স্থানীয়রা জানায়, জুমার নামাজের পর চুয়াডাঙ্গার নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্সবিরোধী বিক্ষোভের আয়োজন করেন সাধারণ মসুল্লিরা। সেখানে তিনটি গ্রামের কয়েকশ মসুল্লি অংশ নেন। বিক্ষোভ শেষে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুল দাহ করা হয়। এসময় দগ্ধ হয় মিলন, রাফি ও রহমতুল্লাহ। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে মিলনের শরীরের অর্ধেক ঝলসে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।

বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)