চাঁপাইনবাবগঞ্জে গণ-অবস্থান কর্মসূচি পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২০, ১৮:২২

চাঁপাইনবাবগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালুঘু এলাকায় আক্রমণ, অগ্নিসংযোগ,নারী নির্যাতন ও সংখ্যালুঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালুঘু কমিশন এবং মন্ত্রণালয় গঠনের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই গণ-অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখা ও জেলার সকল হিন্দু সংগঠন ।

মানববন্ধন চলাকালে দেশব্যাপী সংখ্যালুঘুদের ওপর চলা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সংখ্যালুঘুদের উপর নির্যাতন বন্ধে দ্রুত সংখ্যালুঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালুঘু কমিশন এবং মন্ত্রণালয় গঠনের জোর দাবি জানান সরকারের কাছে।’

এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য কমল ত্রিবেদী ও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল এবং চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ প্রমুখ।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :