নড়াইলে মোবাইল অ্যাপসে কৃষকদের নিবন্ধন শুরু

প্রকাশ | ০৭ নভেম্বর ২০২০, ২০:১৬

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস

নড়াইলে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ে মোবাইল অ্যাপসে কৃষকদের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খাতুন। শনিবার বেলা ১১টায় নড়াইল খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া ফলদ চারা রোপন করেন খাদ্য সচিব।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনজুমান আরা, খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হাসান, জেলার চাল কল মালিকবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, এখন থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকেরা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারবেন। ফলে মধ্যসত্ত্বভোগীরা অবৈধ সুযোগ নিতে পারবে না বলে অভিমত তাদের।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)