বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে সংঘর্ষ

বগুড়া প্রতি‌নিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২০, ২১:১৮

বগুড়ার কাহালুতে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় কাহালু উপজেলা সদরের পৌর মঞ্চে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শটগানের ১৫টি গুলি ছুঁড়েছে। এসময় পুলিশের এক এএসআইসহ (সহকারী উপরিদর্শক) বেশ কয়েকজন আহত হয়ে‌ছেন।

কাহালু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ছিল শনিবার বেলা ৩টায় কাহালু পৌর মঞ্চে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান ও সাবেক নেতারা সম্মেলনে অতিথি ছিলেন।

স‌ম্মেল‌নের দ্বিতীয় অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের প্রস্তুতি চলছিল। এ সময় কমিটি ঘোষণার আগেই সেখা‌নে পদ পদবী নিয়ে হট্টগোল শুরু হয়। এক পর্যায় তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় মঞ্চের চেয়ার ভাঙচুর শুরু করে কর্মী-সমর্থকরা।

প‌রে তারা রেল লাইনের পাথর তু‌লে একে অন্যের প্রতি নিক্ষেপ শুরু করে। এ সময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদেরকে পৌরসভা কার্যালয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় পুলিশ। এরপর দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া থামাতে পু‌লিশ প্রথমে লাঠিচার্জ ও পরে শটগানের গুলি ছুঁড়ে দুইপক্ষের নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের ১৫টি গুলি ছোঁড়ে। এসময় পাথরের আঘাতে সহকারি উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা আহত হয়েছেন।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :