আলফাডাঙ্গায় মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৪:২৪ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ১৩:৩৫

ফরিদপুরের আলফাডাঙ্গায় মামলা প্রত্যাহার করতে বাদীকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পশ্চিম চরনারানদিয়া গ্রামের অহিদুজ্জামান মোল্যা এ অভিযোগ জানান।

উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে অহিদুজ্জামান বলেন, ‘বেড়িরহাট বাজারের উত্তর অংশে আমি একটি বহুতল ভবন নির্মাণ শুরু করি। ইতোমধ্যে একতলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। কিন্তু নির্মাণ কাজের শুরু থেকেই একই ইউনিয়নের খালিদ মোশাররফ রঞ্জু ও তার কিছু সহযোগী আমার নির্মাণাধীন ভবনের সামনে এসে কাজে বাধা দেয় ও ভবনের কাজ করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা আমার কাজ বন্ধ করে দেয়। সর্বশেষ গত ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি খোরশেদ শেখকে নিয়ে ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করতে গেলে খালিদ মোশাররফ রঞ্জু ও তার সহযোগী লোকজন এসে আমাকে মারধরসহ ভবনের নিচতলায় ভাঙচুর করে। এ ঘটনায় ২ নভেম্বর হামলাকারী ১৪ জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করি। এর পর থেকে অভিযুক্তরা আমাকে ও আমার মামলার সাক্ষীদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আসামিরা আমার মামলার ৪ নং সাক্ষী পাখি সরদারকে গত ৪ নভেম্বর সকালে পশ্চিম চরনারানদিয়া গ্রামে অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করে। যার কারণে মামলার সাক্ষীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের ভয়ে বাড়িঘরে থাকতে পারছেন না। এ ঘটনায় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।’

(ঢাকাটাইমস/৮নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :