মির্জাপুরে নুর এ হানিফা ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ১৪:০৪

টাঙ্গাইলের মির্জাপুরে করোনায় কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছে নুর এ হানিফা ফাউন্ডেশন। রবিবার সকালে মির্জাপুর পৌরসভা কার্যালয়ের সামনে এই খাদ্য সহায়তা কার‌্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র সালমা আক্তার শিমুল।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একশ দরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, চিনি, চিরা, মুড়ি ও খাবার স্যালাইন।

এসময় উপস্থিত ছিলেন- নুর এ হানিফা ফাউন্ডেশনের পরিচালক দক্ষিণ আফ্রিকা প্রবাসী লিটন মিয়া, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, আমিরুল কাদের লাবন, রাশেদ, সাইজুদ্দিন সাজু, আনোয়ার হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, করোনাকালে নুর এ হানিফা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত দেড় হাজার দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পরিচালক এ এম লিটন মিয়া জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :