‘দলমত নির্বিশেষে প্রতিটি সেক্টর প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছে’

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৬:০৫ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ১৫:৫৭

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে শিক্ষকদেরও সহায়তা করেছেন। দলমত নির্বিশেষে মসজিদের ইমাম-মুয়াজ্জিন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে প্রধানমন্ত্রীর এ সহায়তা পেয়েছেন।’

রবিবার দুপুরে শিক্ষা প্রকৌশল বিভাগের অধীনে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের চার তলাবিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব বলেন।

ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধসহ মাদক থেকে বিভিন্ন ইউনিয়ন-গ্রামগঞ্জে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘যুব সমাজকে রক্ষার জন্য দলমত নির্বিশেষে কমিউনিটি গঠন করতে হবে। তরুণ সমাজ মাদকে লিপ্ত হয়ে দেশ ও জাতিকে ক্ষতি করার চেষ্টা করে।’

এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কলেজের গর্ভনিং বডির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ সামসুল আলম সেলিম চৌধুরীসহ শিক্ষক ও গণ্যমান্যরা।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :