চাঁদপুরে রেলস্টেশনে ভাংচুরের ঘটনায় তিনজন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ২০:১৮

চাঁদপুরে রেলওয়ে স্টেশনে হামলা-ভাংচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর মডেল থানার পুলিশ। রবিবার বিকালে এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন।

গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় প্রথম দফা ও সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় দফায় রেলওয়ে প্লাটফর্মে ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের বড় স্টেশন এলাকায় গাঁজা কেনা-বেচা নিয়ে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুফের মধ্যে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ, পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়। পরে রেলওয়ে থানায় অজ্ঞাত শতাধিক লোকের নামে মামলা করেন স্টেশন মাস্টার।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমানের নির্দেশে চাঁদপুর মডেল থানার পুলিশ দুই দফা অভিযানে ১০ জনকে আটক করা হয়। এদের মধ্যে যাচাই-বাছাই করে সাতজনকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়া হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :