নেয়ামত ভূঁইয়া’র কবিতা: ‘নির্মোহ নিবেদন’

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২০, ১৫:৪১

যদি চলে যেতেই হয়

আজ নয়, কাল যেয়ো।

গতকাল-যে যাওনি

সে তোমার প্রেমের বদান্যতা,

তাইতো গতকাল পূর্ণতার গর্ভে

বিলীন হয়েছে আদিগন্ত শূন্যতা।

আজ যদি চলে যাও

গতকাল থেকে যাবার

কী আর থাকে সার্থকতা?

কালকের ফুল যদি কোনো ফল

আজ না ফলায়

সেই ফুলে কিবা আসে যায়?

গতকাল!

সে তো কালের অতলে হারা অতীত।

জীবন রচনার উপসংহার অব্দি

কোনোদিন আর

ফিরবার পথ নেই তার।

অতীতের গর্ভ যদি বর্তমানের শিশুকে

না করে লালন

তবে সে অতীতের বন্ধ্যা প্রজনন।

আর আগামীকাল!

সে তো অনিশ্চিত ভবিষ্যৎ।

মুকুলেই ঝরে যেতে পারে কোনো ফুল

অমিত সম্ভাবনার,

আজকের কোনো মেঘ

হয়তো দেখাই পাবে না

আগামীর বৃষ্টি ধারার।

তাই বলি, আজ যেও না।

গতকাল; অতীতের স্মৃতি

আগামীকাল; অনিবার্য অনিশ্চিত

বর্তমান; সময়ের স্বর্ণালী বরদান।

জীবন মানেই তো আজকের শ্বাস

আজ মানেই জীবনের নির্যাস;

তাই বলি,আজ যেও না;

প্রেম যদি আজকের শ্বাসে বুক জুড়ে দম পায়

নন্দিত নিত্যানন্দে প্রেম বেঁচে রবে

হাওয়া আর ধুলোর কণায়।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :