মির্জাপুরের ইউএনও করোনামুক্ত

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২০, ১৮:১৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক করোনামুক্ত হয়ে অফিস শুরু করেছেন। সোমবার সকাল থেকে তিনি অফিস শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন।

ইউএনও আবদুল মালেক গত ২১ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর তার করোনা পরীক্ষার ফল নেগেটিব আসে।

ইউএনও আবদুল মালেক সম্পূর্ণ সুস্থ হয়ে রবিবার বিকালে মির্জাপুর আসেন এবং সোমবার সকাল থেকে অফিস শুরু করেন।

ইউএনও করোনামুক্ত হয়ে অফিসে আসায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

ইউএনও আবদুল মালেক বলেন, সকলের দোয়ায় মহান আল্লাহর রহমতে করোনামুক্ত হয়ে অফিস করছি। তার জন্য দোয়া করার জন্য তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :