বঙ্গোপসাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২০, ২১:২৩

বঙ্গোপসাগরে এমবি সরোয়ার নামক ট্রলারে বসে রবিবার রাত ৯টার দিকে ভাত খাচ্ছিলেন জাহিদুল ইসলাম (৪৫) নামে এক জেলে। এ সময় পেছন থেকে আশা নামক একটি ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দিলে তিনি সাগরে তলিয়ে যায়। দুই ঘণ্টা পর অন্য জেলেরা তাকে সাগর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

জেলেরা বলছেন, রবিবার সকালে সরোয়ার গাজীর মালিকানাধীন এফবি সরোয়ার নামে একটি ট্রলারে ১৫ জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। রাত ৮টার দিকে চট্রগ্রাম এলাকার একটি ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার থেকে পড়ে জাহিদুল ইসলাম সাগরে তলিয়ে যায়। খোঁজাখুঁজির দুই ঘণ্টা পর অন্য জেলেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তার বাড়ি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে।

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানায় ইউডি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :