প্রথম বিশ্বযুদ্ধে নিহত বীরকে রাণী দ্বিতীয় এলিজাবেথের শ্রদ্ধা

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২০, ২২:৪৫

মতিয়ার চৌধুরী, লন্ডন

করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজভেথকে মাস্ক পরা অবস্থায় জনসমক্ষে দেখা গেছে। লন্ডনে একটি শোক অনুষ্ঠানে কালো রঙের মাস্ক পরে যোগ দেন রাণী দ্বিতীয় এলিজাভেথ।

ব্রিটিশ সরকার প্রতিবছর প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ব্রিটিশ যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধের বীরদের প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীয়ভাবে এই কর্মসূচির আয়োজন করে। এবারও এই দিনটিকে সামনে রেখে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত নাম না জানা এক বীর যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান ব্রিটেনের রাণী এলিজাভেথ।

আজ থেকে ১০০ বছর আগে ফ্রান্স থেকে ওই বীর যোদ্ধার  মরদেহ ব্রিটেনে নিয়ে আসা হয় এবং পরে তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়।

(ঢাকাটাইমস/৯নভেম্বর/কেএম)