গীতিকবিতা: আমার কথার ধার কে ধারে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০, ১০:১৫

আমার মনের কথা মনেই রাখি, বলবো কারে এ সংসারে!

আমার কথার ধার কে ধারে!

যে বুঝিতো মনের ভাষা, মিটাইতো ঘোর তাপ-তিয়াসা;

তার যে এখন কিস্তি ভাসা অচিন দেশের ভাব সায়রে।

সাধন আমার হইল বৃথা, মর্মে জ্বলে প্রেমের চিতা;

বারি বিনে শুকনো লতা লুটায় যেমন জরার ভারে-

মনের কথা বলবো কারে!

তার যে আমি পাই না দেখা, সে-ই আমারে দেখে একা;

আমার কুঞ্জ ফেলে ফাঁকা, প্রেম কাননে সে-ই বিহারে।

বিরহের যাতনা ভারি, জানে তা ওই মনবিহারি;

তবু রাখে আড়াল করি, মায়ার ছায়া লীলাকারে

মনের কথা বলবো কারে!

সে-যে দিলো পলকা খাঁচা, সেই খাঁচাতেই দমের মাচা,

মাচার উপর সকল নাচা, দায়ের বোঝা নাজুক ঘাড়ে।

ছায়ার সঙ্গে মায়া জড়াই, চাওয়ার ঘোড়া মাঠে চড়াই

সব চাওয়াকে পাওয়ায় ভরাই ধর্না দিয়ে তার দুয়ারে-

মনের কথা বলবো কারে।

বন্ধুর সঙ্গে বৃন্দাবনে, মিলবো যেদিন আলিঙ্গনে;

নিত্যপ্রেমে তলিয়ে দেবো অনিত্য এই বিচ্ছেদেরে-

আমার মনের কথা মনেই রাখি,

বলবো কারে এ সংসারে!

আমার কথার ধার কে ধারে!

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :