চাঁদপুরে মাস্ক না পরায় ১৪৩ জনকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০২০, ১৭:৫০

মাস্ক না পরে চাঁদপুরের বিভিন্ন স্থান, সড়ক, মার্কেটসহ জনাসমাগমস্থলে চলাফেরা করায় পৃথক অভিযানে ১৪৩ জনকে মোট ১৬ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম মেহেদী হাসান মানিক, আজিজুন্নাহার, ইমরা মাহমুদ ডালিম ও অলিদুজ্জামান। তাদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামান।

তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নির্বাহী হাকিমদের নেতৃত্বে শহরের বাবুরহাট বাজার, ওয়ারলেস মোড়, ইলিশ চত্বর ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে আমরা অভিযান চালিয়েছি। জেলা প্রশাসক মাজেদুর রহমান নির্দেশ দিয়েছেন চাঁদপুর শহরে যেন মাস্ক ছাড়া কোন মানুষ না থাকে। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়নের জন্যে আজ থেকে চাঁদপুরে আমরা কঠোর অবস্থান গ্রহণ করেছি।’

তিনি আরো বলেন, ‘জেলা প্রশাসনের এ সাঁড়াশি অভিযানে চারটি পয়েন্টে ১৩১ মামলায় ১৪৩ জনকে ১৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা মাস্ক পরিধান ছাড়া রাস্তায় নামবে তাদের আইনের আওতায় আনা হবে।’

(ঢাকাটাইমস/১০নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :