নেয়ামত ভূঁইয়া’র কবিতা: দুর্বিনীতের ইশতেহার

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ১০:২৫

আমি মরণের কাছে মিনতি করি না জীবন ফিরিয়ে দিতে,

আমি অস্তরাগের আভাকে বলিনা আলো ঢালো পৃথিবীতে।

আমি দুঃখের চরণে আরতি সাজিয়ে জানাইনা সুখের আকুতি,

সুখের স্বপ্নে সকল স্বস্তি দেইনা দহনে আহুতি।

কভু ছন্দ-তালের যোজনা খুঁজিনা সুর-হারা সংগীতে-

আমি মরণের কাছে মিনতি করি না জীবন ফিরিয়ে দিতে।।

আমি বিরহ ব্যথার অশ্রুর কাছে মিলন করিনা কামনা,

আমি প্রলয়ের কাছে ব্যক্ত করিনা সৃজন-রক্ষা-বাসনা।

আমি বিনাশের কাছে আশা মাগিনা-যে হতাশার বিপরীতে-

আমি মরণের কাছে মিনতি করি না জীবন ফিরিয়ে দিতে।।

আমি উত্থানের আশে পতনের কাছে করিনাতো আরাধনা,

আমি সুপ্তির কাছে চেয়ে জাগরণ জানাইনা প্রার্থনা।

আমি আপদের কাছে শান্তি যাচিনা বিপদের অশণিতে-

আমি মরণের কাছে মিনতি করি না জীবন ফিরিয়ে দিতে,

আমি অস্তরাগের আভাকে বলিনা আলো ঢালো পৃথিবীতে।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :