সড়ক সংস্কারে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৬:০৩ | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ১৫:৫২

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজে বাধা দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠেছে। এ অভিযোগে গত মঙ্গলবার রাতে ভূঞাপুর থানায় মামলা করেন রানা বিল্ডার্সের সাইট ম্যানেজার সোহেল রানা জনি।

মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে গত এক মাস আগে থেকে ১০ কিলোমিটার সড়কের প্রশস্তকরণের কাজে অর্জুনা হাটখোলা অংশে কাজ করে আসছিল। কাজ চলাকালে আরিফ ও মাসুদের নেতৃত্বে একটি দল ২০ লাখ টাকা চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে অ্যাক্সেভেটরের চালক জহুরুল ইসলামকে মারধর করেন তারা।

এ বিষয়ে ভূঞাপুর থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :