সীতাকুণ্ডে যুবলীগের পৃথক সমাবেশে ১৪৪ ধারা জারি

সীতাকুণ্ড প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ১৭:২৪

সীতাকুণ্ডে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইপক্ষ পৃথক সমাবেশের আয়োজন করেছে। এতে সৃষ্ট উত্তেজনা নিরসনে ১৪৪ ধারা জারি করে দুই সমাবেশই বন্ধ করে দিয়েছে প্রশাসন।

বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া গ্রুপ পৌরসদরের উত্তর বাজার এলাকায় সমাবেশের আয়োজন করে। অন্যদিকে, বর্তমান উপজেলা চেয়ারম্যান উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন গ্রুপ জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশের আয়োজন করে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে দুই পক্ষে তুমুল উত্তেজনা সৃষ্টি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে দুই সমাবেশই বন্ধ ঘোষণা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মিল্টন রায় বলেন, ‘পৌরসদরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুটি সমাবেশের আয়োজন করা হয়। দুটি সমাবেশের স্থান কাছাকাছি হওয়ায় এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় আমি ১৪৪ ধারা জারি করে সমাবেশ দুটি বন্ধের নির্দেশ দিয়েছি।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, মাত্র ২০০ মিটারের মধ্যে দুইপক্ষ সমাবেশের আয়োজন করায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছিল। রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :