ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ২০:০৯

ঝিনাইদহে মাদক মামলায় আসাদুজ্জামান লিটন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এমজি আযম এ দণ্ডাদেশ দেন। এ মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডিত লিটন যশোর জেলার বেনাপোল এলাকার ধান্যখোলা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিনিকল এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আসাদুজ্জামান ওরফে লিটনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আরো দু’জনের নাম বেরিয়ে এলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা করে। তদন্তকারী কর্মকর্তা ওই বছরে ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার লিটনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ মামলার অপর দুই আসামি ইমরান এবং জাহাঙ্গীরের দোষ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :