তিলোত্তমা চট্টগ্রামের তিন হাজার গাছ রোপণ

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ২০:৪১

ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসা মোহরা ও পানি শোধনাগার এলাকায় প্রায় তিন হাজার গাছের চারা রোপণ করেছে সামাজিক সংগঠন ‘তিলোত্তমা চট্টগ্রাম’। বুধবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী একে ফজলুল্লাহ।

একে ফজলুল্লাহ বলেন, পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে তিলোত্তমা চট্টগ্রামের উদ্যোগের মতো যদি সবাই সামাজিক কার্যক্রমে এগিয়ে আসতো তাহলে সমাজে খুন, ধর্ষণ, রাহাজানি- এসব ঘটতো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের উপকমিশনার (ডিসি) বিজয় বসাক। অন্যদের মধ্যে ছিলেন, তিলোওমা চট্রগ্রামের উপদেষ্টা আবু সায়ীদ সেলিম, শুভা নাজ জিনিয়া, লায়ন শাহ আলম বাবুল ও ওসমান গণি মনসুর।

আরো ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক তাহেরা ফেরদৌস বেগম, চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, সচিব শারমিন আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পিএন্ডসি সার্কেল আরিফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম ও মোহরা বিভাগের নিবার্হী প্রকৌশলী সাদেক উদ্দীন চৌধুরী।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :