দেড় ঘণ্টায় লেনদেন ৩৫২ কোটি টাকা

প্রকাশ | ১২ নভেম্বর ২০২০, ১৬:২১ | আপডেট: ১২ নভেম্বর ২০২০, ১৬:৪৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষে হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৫২ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচকও ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলে। সিএসইতে টাকার অঙ্কের ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এসকেএস/কেআর)