চাটমোহরে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০২০, ১৭:৪৬

পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধকালে এমপিএ অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর বাসভবনসহ সমাজ গ্রামে অগ্নিসংযোগের ৪৮তম দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সমাজী ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার সমাজ বাজারে এই সমাবেশ প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল কুদ্দুস।

বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- চাটমোহর উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার, এলজিইডির প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ সমাজীর ছেলে মমিন মজিবুল হক সমাজী, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা পরিতোষ রায় চৌধুরী, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম মুক্তি, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ, চাটমোহর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস রাজু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন লুনা সমাজী।

অনুষ্ঠানে আগত অতিথিরা সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করেন। এছাড়া মরহুম সমাজীর ওই বাড়িটিতে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি আবদুল কুদ্দুস। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সমাবেশ শেষ হয়।

১৯৭১ সালে ১১ নভেম্বর চাটমোহর উপজেলার নিভৃত পল্লী সমাজ গ্রামে তৎকালীন এমপিএ মোজাম্মেল হক সমাজীর বাসভবন এবং ওই এলাকায় অগ্নিসংযোগ, লুটতরাজ, হামলা ও নারী নির্যাতনসহ তাণ্ডবলীলা চালায় পাক বাহিনী।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :