বরকত-রুবেলের বিরুদ্ধে দুদকের দুই মামলা

প্রকাশ | ১২ নভেম্বর ২০২০, ১৮:২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ফরিদপুর শহরের দুই ভাই বরকত-রুবেলের বিরুদ্ধে ৭২ কোটি ৮৪ লাখ ৭৯ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১–এ মামলা দুটি করেন বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য ঢাকা টাইমসকে জানান।

সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর আওয়ামী লীগের অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক আর তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতি পাওয়া সভাপতি।

বরকতের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, ‘মো. সাজ্জাদ হোসেন বরকত কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ৩৬ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৬৫২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন।

এজাহারে বলা হয়েছে, বরকত দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, ‘তিনি অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত অর্থের দ্বারা ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১৭ কোটি ৯০ লাখ ৩ হাজার ১৪১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন।

এজাহারে বলা হয়েছে, রুবেল দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

ঢাকাটাইমস/১২নভেম্বর/এসআর/ইএস