ভারতের বিপক্ষে অজিদের টেস্ট দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০, ০৯:৩৭

ডিসেম্বরে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া৷ ১৭ সদস্যের টেস্ট দলে জায়গা পেলেন দুই প্রতিশ্রুতিময় ক্রিকেটার উইল পুকভস্কি ও ক্যামেরন গ্রিন৷ বৃহস্পতিবার সিডনি পৌঁছেছে ভারতীয় দল৷

ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে দুই তরুণ ক্রিকেটারকে দল নিল অস্ট্রেলিয়া৷ ওপেনার বছর বাইশের পুকভস্কি ও বছর একুশের অল-রাউন্ডার গ্রিনকে দলে রাখেন অজি নির্বাচকরা৷ ঘরোয়া মৌসুমে শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্ম করে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছিলেন৷ কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে আলোচনা করে দুই তরুণ ক্রিকেটারকে নেন নির্বাচকরা৷

তবে অফ-ফর্মে থাকা জো বার্নসকেও ডেভিড ওয়ার্নারের সঙ্গে দলে রেখেছে অস্ট্রেলিয়া৷ এছাড়াও স্পিনার মিচেল সোয়েপসন এবং পেসার সিন অ্যাবটের সঙ্গে রয়েছেন মিচেল নাসের৷ অজি জাতীয় নির্বাচক হনস বলেন, ‘এটা অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য দারুণ খবর যে, অনেক তরুণ ক্রিকেটার দলের ঢোকার দাবিদার৷ এদের মধ্যে দুই তরুণ ক্যামেরন গ্রিন ও উইল পুকভস্কি নিজেদের প্রতিভার জোরে দলে ঢুকেছে৷’

বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার নেতৃত্বভার থাকছে সেই টিম পেইনের হাতেই৷ অস্ট্রেলিয়া খেলবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দ্বিতীয়স্থানে থাকা ভারতের বিরুদ্ধে৷ চার টেস্টের সিরিজ শুরু ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে৷ এই টেস্ট হবে গোলাপি বলে দিন-রাতের৷ অর্থাৎ প্রথমবার বিদেশের মাটিতে ডে-নাইট টেস্ট খেলতে নামছে কোহলি৷

মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট হবে ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট৷ তবে এই টেস্টে খেলবেন না কোহলি৷ কারণ প্রথম টেস্টের পরই দেশে ফিরবেন ক্যাপ্টেন বিরাট৷ প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রী’র পাশে থাকবেন ভারত অধিনায়ক৷

অস্ট্রেলিয়ার টেস্ট দল: টিম পেইন (ক্যাপ্টেন), স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, মিচেল সোয়েপসন, সিন অ্যাবট, জো বার্নস, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশানে, নাথান লায়ন, মিচেল নাসের, জেমস প্যাটিনসন ও উইল পুকভস্কি৷

(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :