পাঁচ মাসের মধ্যে স্পেস এক্স’র দ্বিতীয় মহাকাশ অভিযান

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০, ১১:৩৫

মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স পাঁচ মাসের মধ্যেই ফের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাচ্ছে। গত মে মাসের অভিযানে সাফল্যের পর আবারও প্রস্তুতি নিচ্ছে সংস্থা। এবার তাদের তৈরি ক্রু ড্রাগনে চেপে মহাশূন্যে পাড়ি দেবেন নভোচররা। সেই মহাকাশযানটিকে নিরাপদ বলে সম্প্রতি অভিযানের অনুমতি দিয়েছে নাসা। জানা গিয়েছে, আগামী শনিবার সন্ধ্যা নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে রকেটটি।

করোনা আবহের মাঝেই কার্যত চ্যালেঞ্জ নিয়ে গত মে মাসে দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিল স্পেস এক্স। অগাস্ট মাসে তাদের ফিরিয়েও আনা হয় নিরাপদ। পৃথিবী থেকে মহাশূন্যে যাতায়াত এমনই মসৃণ ছিল যে নাসাও তা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তারপর থেকেই পরবর্তী মিশনের প্রস্তুতি নিতে থাকে এলেন মাস্কের সংস্থা।

প্রথম অভিযানের ৫ মাসের মধ্যেই নতুন করে তৈরি হয় তাদের মহাকাশযান। নাসার অনুমোদন সাপেক্ষে আগামী শনিবারই তিন মার্কিন এবং এক জাপানি মহাকাশচারীকে তারা পাঠাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। ঠিক হয়েছে, ওই দিন সন্ধ্যা ৭টা ৪৯ নাগাদ কেনেডি স্পেস সেন্টার থেকে তাদের নিয়ে উড়বে ক্রু ড্রাগন ক্যাপসুল। সেখান থেকে ৮ ঘণ্টার যাত্রাপথ আইএসএস। এখন রকেটের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা