নির্মাণের সাত মাসেই ভাঙনের মুখে সড়ক

সাগর হোসেন তামিম, মাদারীপুর
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০, ১৩:১৮

মাদারীপুরের কালকিনি উপজেলার পালরদী নদের ভাঙনে বিলীনের পথে জনগুরুত্বপূর্ণ নবনির্মিত লক্ষ্মীপুর-পখিরা সড়ক। নদের পানি কমে যাওয়ায় শুরু হয়েছে নতুন করে ভাঙন। ভাঙনের ফলে সড়কটি দিয়ে যান চলাচলে বাধাগ্রস্ত হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। ভাঙনরোধে জরুরি ব্যবস্থা না নিলে সড়কটি নদের গর্ভে বিলীন হওয়ার শঙ্কা করছে স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, কালকিনি উপজেলা প্রকৌশলী কারর‌্যালয়ের অর্থায়নে প্রায় সাত মাস আগে পৌর এলাকার লক্ষ্মীপুর-পখিরা পাকা সড়কের নির্মাণ কাজ শেষ করা হয়। পখিরার তিন রাস্তার মোড় থেকে আলীনগর এলাকার ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার নতুন সড়কটি সংযুক্ত করা হয়। সড়কটি পুরোটাই পালরদী নদের পাশ দিয়ে চলে গেছে। কিন্তু পালরদী নদের পানি হঠাৎ করে একেবারে কমে যাওয়ায় কিছু দিন ধরে নবনির্মিত সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। সড়কটির অর্ধেক পালরদী নদে বিলীন হয়ে গেছে, বাকি অংশ বিলীনের পথে। ফলে সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। লক্ষ্মীপুর, পখিরা, কাস্টঘর, ফাসিয়াতলা, আলীনগর, কালীগঞ্জ, ফুলবাড়িয়া, গজারিয়া ও গদাধরদিসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে। পালরদী নদের ভাঙনের মুখে রয়েছে লক্ষ্মীপুর-পখিরা জামে মসজিদটিও। জনগুরুত্বপূরর্ণ এ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় নুরুজ্জামান ও জলিল বলেন, ‘মাত্র কয়েক মাস আগে সড়কটি নির্মাণ করা হয়েছে। অথচ রাস্তাটি এখনই ভেঙে যাচ্ছে। এখন সড়কটি দিয়ে যাতায়াত করতে অনেক সমস্যা হয় আমাদের। দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।’

এদিকে আলীনগর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বলেন, ‘সড়কটির বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু রহস্যজনক কারণে নতুন সড়কটি ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘নদের ভাঙন রোধে পাকা সড়কটি বাঁচানোর জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানিয়েছি। নদের পানি কমে যাওয়ায় এ ভাঙন সৃষ্টি হয়েছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্ম কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে আমি ব্যবস্থা নিতে বলেছি। আশা রাখি, তারা দ্রুত ব্যবস্থা নেবে।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :