ভাইদের সম্পত্তি দখলে প্রতিবন্ধী তাহেরের সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২০, ১৪:৫৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন কুয়াকাটায় রেকর্ডীয় সম্পত্তি সৎ ভাইয়েরা জোড়পূর্বক দখল করায় সংবাদ সম্মেলন করেছেন শারীরিক প্রতিবন্ধী আবু তাহের ভূইয়া। শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবে লিখিত বক্তব্যের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তাহের বলেন, ‘আমি আবু তাহের ভূইয়া। পিতা মৃত্যু আমানুল্লাহ ভূইয়া কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। আমার বাবার দ্বিতীয় স্ত্রী তাহেরা খাতুনের একমাত্র সন্তান আমি। ওয়ারিশসূত্রে আমার বাবার সম্পত্তি বি.এস রেকর্ডমূলে আমি পেলেও আমার সৎ ভাইদের কারণে তা ভোগদখল করতে পারছি না।’

বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমি একজন শারীরিক প্রতিবন্ধী। বৃদ্ধা মা, স্ত্রী ও তিন সন্তান নিয়ে খুব অসহায় জীবন-যাপন করছি। আমি পৈতৃক সম্পত্তি পাওয়া সত্ত্বেও আমার প্রভাবশালী দুই সৎ ভাই মনির ভূইয়া ও আখতার আহম্মেদ ভূইয়ার রোষানলে পরে সামান্য চা-পানের দোকান দিয়ে আমাকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। অথচ সাগর কন্যা খ্যাত কুয়াকাটার মত স্থানে আমার রেকর্ডীয় প্রায় ৫৬ শতাংশ জমি রয়েছে। যা সম্পূর্ণ ভোগদখল করতে পারলে আমি আরো ভালো থাকতে পারতাম। মনির ভূইয়া স্থানীয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আখতার ভূইয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় তাদের অর্থ ও ক্ষমতার কাছে আমি অসহায় হয়ে পরেছি। অধিকন্তু মনির ভূইয়ার ছেলে সোহাগের দাপটেও সর্বদা আমাকে ভীত থাকতে হয়। সোহাগ ভূইয়া ইতোমধ্যে আমার রেকর্ডিয় ভূমির প্রায় দশ শতক জমি অবৈধভাবে দখল করে ঘর তুলে ব্যবসা করে আসছে। আখতার ভূইয়া আমার ভূমিতে বিল্ডিং নির্মাণ করছে। বাধাঁ দিলে উল্টো আমার নামে মহিপুর থানায় জি.ডি করেছে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে আসছে। বর্তমানে আমি মাত্র ছয় শতক জমির উপর কোনঠাসা হয়ে কোনমতে বাস করে আসছি। আমার বাড়ির জায়গাটুকুও ছেড়ে দেওয়ার জন্য আমাকে প্রতিনিয়ত ভয় ও হুকিকী দিয়ে আসছে। আমার জমিতে দোকানঘর তুলে ভাড়া দেব, তাতেও তারা কঠিনভাবে বাঁধা দিচ্ছে। আমি এর সঠিক সুরাহা পাবার জন্য বিভিন্ন জায়গায় দৌড়ছুট করেছি কিন্তু কোন প্রতিকার পাইনি। মনির ভূইয়া ও আখতর ভূইয়া এতটাই প্রভাবশালী, আমার পক্ষে কেহ কথা বললে তাদেরও তারা ছাড় দেয় না। এমন অবস্থায় আমি অসহায় হয়ে পড়েছি। তাই সংবাদকর্মীদের মাধ্যমে আমি দেশ ও জাতির কাছে এর প্রতিকার কামনা করছি।’

আবু তাহের এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/পিএল)