ভূঞাপুরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০, ১৫:৪২

দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের হিন্দুপাড়া-চন্ডীপুর পাড়ার কাঁচা রাস্তাটি বেহাল দশায় পড়েছিল। এর মধ্যে বন্যা ও ভারী বৃষ্টিতে রাস্তা ভেঙে আরও ক্ষতিগ্রস্ত হয়। এতে রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়ে ওই এলাকার কয়েক হাজার মানুষ। পরে গেল সপ্তাহে এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কার করেন। স্বেচ্ছাশ্রমে অংশ নেন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সেচ্ছাসেবী যুবকরা।

ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, কাঁচা ওই রাস্তাটিতে প্রতিবছরই সংস্কার কাজ করতে হয়। এবারও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার কাজ করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, ফলদা এলাকার ওই রাস্তার বিষয়ে পরিষদ দায়বদ্ধ না। তাছাড়া বিষয়টি নিয়ে কেউ জানায়নি।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :