খানসামায় বিষপানে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৭:৫৮ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০, ১৭:০৫

দিনাজপুরের খানসামা উপজেলায় বাবলুর রহমান (৩৮) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী ‘আত্মহত্যা’ করেছেন। স্বজনরা বলছেন, সুদের টাকার চাপে তিনি আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবলুর রহমান পাকেরহাটের আজগার মেম্বার পাড়ার মৃত শমছের আলীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, পাকেরহাটের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবলুর রহমান কয়েকজন সুদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী আজিম হাওলাদারকে দেন। পরে আজিম হাওলাদার সেই টাকা শোধ না করে আত্মগোপন করায় সুদ ব্যবসায়ীরা বাবলুর রহমানকে টাকার জন্য চাপ দেন। সেই চাপ সইতে না পেরে গত বৃহস্পতিবার রাতে বাবলুর রহমান বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে সকালে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মুত্যু হয়।

এ বিষয়ে বাবলুর রহমানের ছেলে লাবু ইসলাম বলেন, ‘পাকেরহাটের আজিম হাওলাদারের সঙ্গে আমার বাবার ভাল সখ্যতা ছিল। আজিম হাওলাদার ঋণগ্রস্থ হওয়ায় তার মার্কেট বিক্রি করে টাকা শোধ করবে মর্মে আমার বাবার মাধ্যমে কয়েক জনের কাছে প্রায় ৩০ লাখ টাকা সুদের ওপর নিয়েছিল। পরে আজিম হাওলাদার গোপনে সেই মার্কেটের জন্য বিভিন্ন জনের কাছে টাকা বায়না নিয়ে তা বিক্রি না করে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করায় সুদ ব্যবসায়ীরা সেই টাকার জন্য আমার বাবার ওপর চাপ প্রয়োগ করে। সুদের টাকার চাপ ও সুদ ব্যবসায়ীদের অপমান সইতে না পেরে অবশেষে আমাদের ছেড়ে আমার বাবা আত্মহত্যা করেছে। আমার বাবার মৃত্যুর জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন জানান, বিষপানে আত্মহত্যার বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :