অবৈধ বালু উত্তোলনে গফরগাঁও-টোক সড়কে ধস

আজহারুল হক, ময়মনসিংহ
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০, ২০:০৯

ব্রিটিশ আমলে তৈরি গফরগাঁও-টোক সড়কটি ময়মনসিংহ জেলার অন্যতম পুরনো সড়ক। ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে গফরগাঁও উপজেলা সদর থেকে টোক পর্যন্ত এ সড়কটি খান বাহাদুর ইসমাইল রোড নামে পরিচিত।

গফরগাঁও উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। আর অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে সড়কটিতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হতে চলেছে ব্রিটিশ আমলের এ সড়কের একাংশ। যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল।

গফরগাঁও ইউনিয়নের তেতুলিয়া গ্রাম এলাকায় সড়কটির প্রস্থে ২০ ফুট ও দৈর্ঘ্যে প্রায় ৭০ ফুট সড়ক নদীগর্ভে বিলীন হয়ে পড়েছে। ভাঙন এখনো অব্যাহত রয়েছে। এ অবস্থায় শিগগির ব্যবস্থা না নিলে আগামী কয়েকদিনের মধ্যে পুরো সড়কটি ব্রহ্মপুত্রের পেটে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভাঙনের কারণে এ সড়ক দিয়ে দিনেও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙনে সড়কটি আগের চেয়ে অনেক সরু হয়ে গেছে। রাতে চালকরা একটু অসাবধান হলেই যানবাহনটি চলে যাবে ব্রহ্মপুত্রে।

এ সড়কে নিয়মিত চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা চালক স্বপন মিয়া বলেন, তেঁতুলিয়া গ্রামে অবৈধ বালু উত্তোলন ও বালু ব্যবসা বন্ধ না করলে এখানে আগামী কয়েকদিনের মধ্যেই সড়কটি নদীতে বিলীন হয়ে যান চলাচল বন্ধ হয়ে যাবে।

স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান জানান, যারা এ সড়কে নিয়মিত চলাচল করেন না, তাদের জন্য সড়কটি এখন মৃত্যুফাঁদ। একটু অসাবধান হলেই প্রাণহানি ঘটতে পারে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান সোহেল বলেন, সড়কের ভাঙন কবলিত এলাকা আমরা পরিদর্শন করেছি। ভাঙন প্রতিরোধে আমরা শিগগির ব্যবস্থা নেব। আর ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধের দায়িত্ব নির্বাহী প্রশাসনের। তাদেরকেও বিষয়টি জানানো হয়েছে।

ইউএনওর দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :