ফরিদপুরের দুই পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী ঘোষণা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২০, ২০:২১

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
অমিতাভ বোস ও খন্দকার মোরশেদ রহমান। ছবি: সংগৃহীত

আসন্ন ফরিদপুর সদর ও মধুখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হযেছে। শুক্রবার বিকালে গণভবনে এ সংক্রান্ত বৈঠকের পর সন্ধ্যায় এ প্রার্থীতা ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফরিদপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন অমিতাভ বোস এবং মধুখালী পৌরসভায় খন্দকার মোরশেদ রহমান।

শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয়, ‘শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়।…সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেয়া হলো।’

অমিতাভ বোস বর্তমানে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সদর উপজেরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ইতিপূর্বে সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত সময়ে তিনি নানাভাবে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছিলেন। একটি চাঁদাবাজির মামলায় তাকে জেলে যেতে হয়।

অন্যদিকে খন্দকার মোরশেদ রহমান মধুখালী পৌরসভার প্রথম মেয়র। সেবারও তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি এবার দ্বিতীয় দফায় আসন্ন মধুখালী পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। খন্দকার মোরশেদ রহমান মধুখখালী পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/কেএম)