ময়মনসিংহে চার হাত চার পায়ের শিশুর জন্ম!

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২০, ২০:৪০ | আপডেট: ১৩ নভেম্বর ২০২০, ২০:৪১

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহে চার হাত, চার পা ও এক মাথাবিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে। জন্ম নেয়ার পর ২০ থেকে ২৫ মিনিট বেঁচে ছিল নবজাতকটি। এর পরই শিশুটি মারা যায়।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়ার স্ত্রী তানজিনা সুলতানা এই শিশুর জন্ম দেন। ময়মনসিংহ নগরীর চরপাড়া প্রাইমারি স্কুল রোডের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে জন্ম নেয় শিশুটি।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক এমএন রয়েল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকালে জেলার তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের মহসিন মিয়া তার স্ত্রী তানজিনা সুলতানার সিজার করার জন্য হাসপাতালে ভর্তি করেন। পরে রাতেই সিজারিয়ান অপারেশন করেন এফসিপিএস গাইনি সার্জারি ডা. শারমীন সুলতানা রেখা। অপারেশনে চার হাত, চার পা ও এক মাথাওয়ালা এক মেয়ে শিশুর জন্ম হয়। তবে শিশুটি জন্মের ২০-২৫ মিনিট পরই মারা যায়।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/কেএম)