এএসপি হত্যার প্রতিবাদে ফরিদপুরে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৩:৫৫ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ১২:৫৪

ঢাকার মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফরিদপুরের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়কের প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন হয়।

জাহাঙ্গীরনগর পরিবারের ফরিদপুরের সভাপতি নাসির মান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হাসান আলী, শেখ ফিরোজ প্রমুখ।

বক্তারা বলেন, ‘ভাইরাল হওয়া ফুটেজ প্রমাণ করে, শিপনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

দ্রুত বিচারের মাধ্যমে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। অন্যথায় জাবি পরিবার বিচার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, নিহত এএসপি আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩১তম বিসিএসে পুলিশে যোগ দেন।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :