এতদিন পর সুর নরম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২৩:২৩ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ১২:৫৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণের পর থেকে এখন পর্যন্ত ফলাফল নিয়ে সমালোচনা করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ফল বাকি থাকা সর্বশেষ রাজ্য জর্জিয়ায় বাইডেনের জয়ের পর সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প।

ট্রাম্প, যিনি তার পরাজয় অস্বীকার করে আসছিলেন, তিনি মত পাল্টিয়ে ইঙ্গিত দিয়েছেন যে জানুয়ারিতে সম্ভাব্য নতুন প্রশাসন আসতে পারে। নির্বাচনের পর করোনাভাইরাস টাস্কফোর্সের একটি ব্রিফিংয়ে প্রথমবারের মতো শুক্রবার আনুষ্ঠানিকভাবে হাজির হন তিনি। খবর বিবিসির।

হোয়াইট হাউজের রোজ গার্ডেনে ট্রাম্প বলেন, 'ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার কারণে এই প্রশাসন কোনো লকডাউনে যাবে না, আশা করি ... ভবিষ্যতে যা কিছুই ঘটুক - কে জানে কোন প্রশাসন থাকবে। সেটা সময়ই বলবে।' তবে প্রেসিডেন্ট সাংবাদিকদের থেকে কোনো প্রশ্ন নেননি।

বাইডেনের জয়কে স্বীকৃতি জানানো এবং এক প্রশাসন থেকে অন্য প্রশাসনে যাওয়ার ব্যাপারে প্রস্তুত হতে রিপাবলিকান ট্রাম্পের উপর চাপ প্রতিনিয়ত বাড়ছে। জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনা হলো হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে সর্বশেষ ফল আসা দুটো রাজ্য।

বাইডেন এই নির্বাচনে মোট যতো ভোট পেয়েছেন, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিপক্ষে ট্রাম্প সমান ভোট অর্জন করেছিলেন। সেসময় ট্রাম্প এই জয়কে বিপুল ব্যবধানে জয় বলে আখ্যা দিয়েছিলেন।

দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুব সামান্য হওয়ার কারণে জর্জিয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে পুনঃগণনা করা হবে, তবে বাইডেন দলের ধারণা এতে ফলাফলে কোণো পরিবর্তন আসবে না।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে মূল রাজ্যগুলোয় আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বীর জয় নিশ্চিত হওয়ায় শুক্রবার তার দল অ্যারিজোনার একটি মামলা থেকে সরে আসে।

ঢাকা টাইমস/১৪নভেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :