৩৩ কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৪:৪০ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ১৪:০২

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার (নো ডিভিডেন্ড) ঘোষণা দিয়েছে। এর মধ্যে শমরিতা হাসপাতাল, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও জেনারেশন নেক্সট ফ্যাশন মুনাফায় থাকা সত্ত্বেও 'নো ডিভিডেন্ড' ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিত জুন ক্লোজিং কোম্পানিগুলোর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে নির্দিষ্ট সময় (৩১ অক্টোবর) শেষেও কোনো কোনো কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ‘নো ডিভিডেন্ড' ঘোষণা দেয়া কোম্পানির সংখ্যা আরও বাড়তে পারে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ‘নো ডিভিডেন্ড' ঘোষণা দেয়া কোম্পানিগুলো হলো-শমরিতা হসপিটাল, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস, গোল্ডেন হার্ভেস্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইন্টারন্যাশনাল লিজিং, শ্যামপুর সুগার, জিল বাংলা সুগার মিলস, জুট স্পিনার্স, রেনউইক যজ্ঞেশ্বর, জেমিনি সী ফুড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো সিনথেটিক্স, মেঘনা কনডেন্সড মিল্ক, লিগ্যাসি ফুটওয়্যার, উসমানিয়া গ্লাস, আরামিট সিমেন্ট, ইস্টার্ন কেবলস, সাফকো স্পিনিং, বিডি সার্ভিসেস, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, জাহিন স্পিনিং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, দুলামিয়া কটন, সাভার রিফ্র্যাক্টরিজ, আরএন স্পিনিং, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, অলিম্পিক এক্সেসরিজ, সিভিও পেট্রোকেমিক্যাল, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও ফেমিলিটেক্স।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসকেএস/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :